ছাত্রলীগ নেতার ব্যতিক্রমধর্মী উদ্যোগ মির্জাগঞ্জে সুবিধাবঞ্চিতদের জন্য ‘মানবতার দেয়াল’

ছাত্রলীগ নেতার ব্যতিক্রমধর্মী উদ্যোগ মির্জাগঞ্জে সুবিধাবঞ্চিতদের জন্য  ‘মানবতার দেয়াল’

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে ‘মানবতার দেয়াল’ নামে একটি স্বেচ্ছাসেবামূলক  কার্যক্রম। এতে উদ্বুদ্ধ হয়ে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতির উদ্যেগে উপজেলার ইয়ার উদ্দিন খলিফা (র.) এর মাজার সংলগ্ন এবং সুবিদখালী সরকারি কলেজের  দু’টি স্থান নির্ধারণ করা হয়েছে। এতে প্যানা প্লেক্স পোষ্টারে বড় বড় করে লিখে দেয়া হয়েছ্ আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান অন্য প্রান্তে লিখে রাখা হয়েছে আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান।  মানবতার দেয়াল নামে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার  বিত্তবানেরা শীতের পোষাকসহ তাঁদের অপ্রয়োজনীয় জিনিস সেখানে রেখে যাচ্ছেন এবং অন্য পাশ থেকে সুবিধাবঞ্চিতা তাদের প্রয়োজনীয় জিনিস বিনামূল্যে নিয়ে যেতে পারছেন। সুবিদখালী সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম রুবান  জানান, ফেসবুকের মাধ্যমে প্রথমে ‘মানবতার দেয়াল’ নামে একটি স্বেচ্ছাসেবা কার্যক্রম দেখে তিনি উপজেলার ইয়ার উদ্দিন খলিফা (র) এর  মাজার এবং সুবিদখালী কলেজ রোডে দুটি স্থান নির্ধারন করি। এতে ব্যপক সাড়া পাওয়া যাচ্ছে। শীতার্থ মানুষের কথা মাথায় রেখে এটির কার্যক্রম শুরু হলেও মানবতার দেয়াল  জনগুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে আশা করছেন তিনি।